পলওয়েল আবাসন প্রকল্পের জন্য সর্বমোট ৩৭.৫০ বিঘা জমি ২.৫ কাঠা হিসাবে মোট ২১৩টি প্লট বিক্রি করা হয়েছে। ভূমি উন্নয়ন, প্লট নির্ধারণের জন্য খুটি, রাস্তা নির্মাণ এবং জমি রেজিষ্টেশন সংক্রান্ত কাগজাদী সংগ্রহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ভূমি ক্রয়, ভূমি উন্নয়ন করে প্লট আকারে জমি হস্তান্তর করা দীর্ঘতম প্রক্রিয়া হওয়া সত্বেও বর্তমান পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষতার সাথে উক্ত কাজ সম্পন্ন করতে সমর্থ হয়েছে। আশা করি শিঘ্রই প্লট গ্রহীতাগণের মাঝে প্লট হস্তান্তর করতে সক্ষম হবো।